Site icon Jamuna Television

উপহার পেয়ে যা বললেন তিশা

সম্প্রতি ব্রেইন স্ট্রোকের কারণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মোস্তফা সরয়ার ফারুকী। সুস্থ হয়ে বাড়িও ফিরে যান ফারুকী। তবে এরপরই হঠাৎ অসুস্থ হয়ে যায় এই তারকা দম্পতির মেয়ে ইলহাম নুসরাত ফারুকী। তাই অনেকটা আয়োজন ছাড়াই উদযাপন করেছেন নিজের জন্মদিন। তবে পরিবারের এমন কঠিন মুহূর্তে প্রিয় মানুষটি তার জন্মদিনে উপহার দিতে ভুললেন না। 

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ থেকে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশার একটি পোস্ট শেয়ার করেন ভক্তদের সাথে।

তিনি লিখেছেন, ‘আমার জীবনে অনেক অভিজ্ঞতার মধ্যে আরও এক অভিজ্ঞতা যোগ হলো। হাসপাতালে বসে জন্মদিন পালন করলাম। থ্যাংকস ফারুকী জীবনের এতো ঝড়ের মধ্যে আমার জন্মদিনটা মনে রাখার জন্য।’

তিশার জন্মদিন নিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী ফেসবুকে লিখেছেন, শুভ জন্মদিন তিশু (নুসরাত ইমরোজ তিশা)। অনেক ঝড় বইছে জানি। সব ঠিক হয়ে যাবে।

\এআই/

Exit mobile version