Site icon Jamuna Television

অ্যাতলেটিকোকে হারিয়ে কোয়ার্টারের পথে এগিয়ে ইন্টার

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে মঙ্গলবার রাতে অ্যাতলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। ছবি: সংগৃহীত।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। মার্কো আর্নাতোভিচের একমাত্র গোলে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল ইনজাগির দল। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে গোলডটকম এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মিলানের সান সিরোয় দর্শকরা জমজমাট লড়াইয়ের অপেক্ষায় থাকলেও প্রথমার্ধটা ছিল নিষ্প্রাণ। স্বাগতিক ও সফরকারী কেউই তেমন কোন সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের বার মিনিটে অ্যাথলেটিকোর লিনো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। পরের মিনিটে ইন্টারের ফুটবলারদের পেনাল্টির আবেদনে। তবে তাতে সাড়া দেননি রেফারি। প্রথমার্ধের শেষে দুটি সুযোগ পেলেও অবশ্য কাজে লাগাতে পারেনি ইন্টার অধিনায়ক লাউতারো মার্তিনেজ।

তবে দ্বিতীয়ার্ধেও ছিল গোল মিসের মহড়া। বদলি হিসেবে নামা আর্নাতোভিচ কয়েকটি সুযোগ মিস করলেও সেই আর্নাতোভিচের গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ইনজাগির দল।

\এআই/

Exit mobile version