Site icon Jamuna Television

জাতিসংঘে আলজেরিয়ার তোলা খসড়া প্রস্তাবে ভেটো যুক্তরাষ্ট্রের

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবারও যুক্তরাষ্ট্রের বাধার মুখে পড়লো গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আলেজেরিয়ার তোলা প্রস্তাবে ভেটো দেয় দেশটি। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই নিয়ে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাবে তৃতীয়বারের মতো ভেটো ক্ষমতা প্রয়োগ করলো যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের ১৩টি সদস্য দেশ সমর্থন দেয় খসড়া প্রস্তাবটির পক্ষে। তবে ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য।

অবিলম্বে যুদ্ধবিরতি, ও বেসামরিকদের ওপর সব ধরণের হামলা বন্ধের কথা বলা হয় আলজেরিয়ার প্রস্তাবে। জোরপূর্বক ঘরবাড়ি থেকে উচ্ছেদের বিরোধিতা ও মানবিক সহায়তা নিশ্চিতের দাবিও ছিল। অবিলম্বে ও বিনা শর্তে হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিষয়টিও উল্লেখ করা হয়। প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোর তীব্র সমালোচনা করেন ফিলিস্তিনের প্রতিনিধি। হতাশা জানিয়েছে সৌদি আরবসহ বিভিন্ন দেশও।

\এআই/

Exit mobile version