Site icon Jamuna Television

হালান্ডের গোলে দুইয়ে উঠলো সিটি

ছবি: এএফপি

প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। নরওয়েজিয়ান গোলমেশিন হালান্ডের গোলে আর্সেনালকে টপকে লিগ টেবিলের দুইয়ে উঠলো পেপ গার্দিওলার দল।

শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে সিটি। একের পর এক আক্রমণ শানালেও গোলের দেখা পাচ্ছিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়রা। তবে ম্যাচের ১৬ মিনিটে ব্রেন্টফোর্ডের ফ্র্যাঙ্ক ওনেয়াকার দুর্বল শট সহজেই ফিরিয়ে দেন সিটির গোলরক্ষক। তিন মিনিট পর আইভান টনির দূর থেকে নেয়া শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে গেলে ফের বেঁচে যায় সিটি। ৩৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করে বার্নার্ডো সিলভা।

বিরতির পরেও টানা আক্রমণ করে সাফল্য পাচ্ছিল না সিটিজেনরা। ত্রাতা হয়ে আসেন গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হালান্ড। ৭১ মিনিটে তার গোলেই স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলা শিষ্যরা। এতে ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের দুইয়ে ওঠে তারা। এক পয়েন্ট বেশি পেয়ে একে রয়েছে লিভারপুল। সিটির চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে শিরোপার দৌড়ে আছে আর্সেনালও।

/এএম

Exit mobile version