Site icon Jamuna Television

সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ মোকাবেলাই একুশের অঙ্গীকার: ওবায়দুল কাদের

বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ ডালপালা ছড়িয়েছে সেটি মোকাবেলা করাই একুশের প্রধান অঙ্গীকার। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় কাদের বলেন, আজকে আমাদের প্রধান বাধা হলো সাম্প্রদায়িকতা। দেশের উন্নয়ন-অগ্রগতির প্রধান অন্তরায় এটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বিষবৃক্ষ সমূলে উৎপাটনে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ ।

তিনি আরও বলেন, একুশে ফেব্রুয়ারি হলো বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি। আমরা প্রথমে ভাষা যোদ্ধা আর পরে একাত্তরে এসে আমরা মুক্তিযোদ্ধা হয়েছি। একুশে ফেব্রুয়ারি বাঙালির বিশ্বাসের বাতিঘর। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমাদের চেতনায় একুশে ফেব্রুয়ারি থাকবে। যে বাংলাদেশ ১৬ই ডিসেম্বর বিজয়ী হয়েছে সেই বাংলাদেশের উন্নয়ন আজ সারা বিশ্বে বিস্ময়।

/এএস

Exit mobile version