Site icon Jamuna Television

জার্মান কিংবদন্তি ব্রিহমির বিদায়, আর্জেন্টিনার কী ক্ষতি করেছিলেন তিনি?

১৯৯০ ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনালে দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনাকে হারানো জার্মান ফুটবলার আন্দ্রেজ ব্রিহমি মৃত্যুবরণ করেছেন। ফাইনালে তার একমাত্র পেনাল্টি গোলেই আর্জেন্টিনাকে হারিয়ে তৃতীয়বারের মত বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ৬৩ বছর বয়সে মারা যান তিনি। জার্মান ফুটবল ক্লাব এফসি কাইজারসৌটার্ন (এফসিকে) তার মৃত্যুর খবর নিশ্চিত করে।

ব্রিহমির ক্যারিয়ারের প্রথম ক্লাব এফসিকে জানায়, বিশ্বকাপের ফাইনালে ব্রিহমির সেই গোল তাকে কিংবদন্তি বানিয়েছে এবং এ মৃত্যুতে তারা শোকাহত। তার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনাও জানায় ক্লাব। ১০ বছর ব্রিহমি ক্লাবটির লাল জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন। এছাড়া তিনি জার্মান কাপ (ডিএফবি পোকাল) জিতেছেন তার ক্যারিয়ারে।

উল্লেখ্য, জার্মানির অন্যতম বড় ক্লাব বায়ার্ন মিউনিখসহ ব্রিহমি তার ক্যারিয়ারে খেলেছেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানেও। ইন্টারের হয়ে তিনি সিরি’আ ও ইতালিয়ান সুপার কাপও জিতেছেন।

/এমএইচআর

Exit mobile version