Site icon Jamuna Television

জাতীয় ঐক্যফ্রন্টে যেতে বিকল্পধারার দুই শর্ত

স্বাধীনতার বিরোধী শক্তি বয়কট, ক্ষমতার ভারসাম্য- এই দুই শর্ত মানলেই জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেবে বিকল্পধারা। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বারিধারায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. বদরুদ্দোজা চৌধুরী ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। লিখিত বক্তব্য পাঠ করেন দলটির মহাসচিব মেজর (অব:) আব্দুল মান্নান।

ডা. বদরুদ্দোজা চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে প্রত্যক্ষ অবস্থান ও ক্ষমতার ভারসাম্য রক্ষায় একমত হলে বিকল্পধারা জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেবে। এসময় তিনি ১৫০ আসন দাবি করেন।

তিনি অসুস্থ থাকায় জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে অনুপস্থিত ছিলেন উল্লেখ করে জেএসডির সভাপতি আসম আব্দুর রবের দেয়া বক্তব্যকে ভিত্তিহীন বলে জানান তিনি। বি. চৌধুরী বলেন, আ স ম আব্দুর রব নিজেই অসুস্থ। বিকল্পধারার প্রেসিডেন্ট বলেন, এরপর থেকে বিএনপির সাথে বৈঠক করে জাতিকে বিভ্রান্ত করা হবে না। তবে, এখনও জাতীয় ঐক্য চান বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে মাহী বি চৌধুরী বলেন, জাতীয় ঐক্য ভাঙ্গার চক্রান্ত চলছে।

Exit mobile version