Site icon Jamuna Television

খৎনা করাতে গিয়ে শিশুর মৃত্যুতে মামলা, জেএস হাসপাতাল বন্ধ ঘোষণা

সুন্নতে খৎনা করাতে গিয়ে শিশু আয়হাম মৃত্যুর ঘটনায় মামলা করেছে শিশুটির বাবা। ডা. এস এম মুক্তাদিরসহ ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করে মামলাটি করেন তিনি। পরে আজ (২১ ফেব্রুয়ারি) পুলিশের সহায়তায় জেএস ডায়াগনস্টিক ও হাসপাতালটি বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এর আগে, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মালিবাগের ওই হাসপাতালে খৎনা করাতে গিয়ে মারা যায় মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়হাম। এ ঘটনায় সার্জন ডা. ইশতিয়াক আজাদ পালিয়ে গেলেও দুই চিকিৎসককে আটক করে হাতিরঝিল থানা পুলিশ।

পরিবারের দাবি, নিষেধ করা সত্ত্বেও শিশু আয়হামকে পুরো অজ্ঞান করা হয়েছে। যে কারণেই মৃত্যু হয় তার। তবে ভিন্ন কথা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, অপারেশন শেষে শিশুটি বমি করলে তা ফুসফুসে চলে যায়। পরে যা আর নিয়ন্ত্রণ করা যায়নি। এ কারণেই মৃত্যু হয় আয়হামের।

/এএস

Exit mobile version