Site icon Jamuna Television

জেলখানায় বসেই ভাষা আন্দোলনের সিদ্ধান্ত নেন বঙ্গবন্ধু: পররাষ্ট্রমন্ত্রী

জেলখানায় বসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

হাছান মাহমুদ বলেন, ভাষাভিত্তিক জাতি রাষ্ট্র গঠনের চিন্তার সফল প্রতিষ্ঠা আসে একাত্তরের মুক্তিসংগ্রামের হাত ধরে। শেখ হাসিনার সফলতা বাঙালির সেই অর্জনকে বিশ্ব দরবারে মহিমান্বিত করেছে।

এ অনুষ্ঠানে আব্দুল গফফর চৌধুরী রচিত একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাংলার পাশাপাশি পর্তুগিজ, ফেঞ্চ ও আরবি ভাষায় পরিবেশিত হয়। অনুষ্ঠানে অংশ নেন বিদেশি কূটনীতিক ও তাদের পরিবারবর্গ।

/এমএন

Exit mobile version