Site icon Jamuna Television

ভাষা সৈনিক আহমদ রফিককে সম্মাননা জানালো ‘কিউবিটস টেকনোলজিস’

অমর একুশের দিনে ভাষা সৈনিক আহমদ রফিককে সম্মাননা জানালো ল্যাপটপ ও ডেস্কটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘কিউবিটস টেকনোলজিস’। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট রুম্পা ঘোষসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাষা সৈনিকের ইস্কাটনের বাসায় গিয়ে সম্মাননা তুলে দেন।

রুম্পা ঘোষ বলেন, জাতির একজন সূর্য সন্তানকে সম্মাননা জানাতে পেরে কিউবিটস টেকনোলজিস পরিবার আনন্দিত। এছাড়া, ভবিষ্যতেও তার প্রতিষ্ঠান এ ধরণের সম্মাননা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

সম্মাননা তুলে দেয়ার সময় তারা ভাষা আন্দোলনে আহমদ রফিকের অবদানের কথা স্মরণ করেন। এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা হিসেবে এক লাখ টাকার একটি চেকও প্রদান করা হয়।

/আরএইচ

Exit mobile version