Site icon Jamuna Television

চ্যাম্পিয়ন্স লিগ: নকআউটের প্রথম লেগে বার্সাকে রুখে দিলো নাপোলি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনাকে রুখে দিয়েছে স্বাগতিক নাপোলি। দারুণ শুরু করেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ১-১ সমতায় মাঠ ছেড়েছে দুদল।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ডিয়াগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামের মাঠে নামে আর্জেন্টাইন কিংবদন্তির সাবেক এই দুই দল।

ম্যাচের শুরুতে বার্সার রাজত্ব থাকলেও নাপোলির ডিফেন্ডারদের দৃঢ়তায় গোল দিতে ব্যর্থ হয় তারা। ধীরে ধীরে আক্রমণের ঝাপটা সামলে ম্যাচে ফেরে নাপোলি। তবে, বিরতির আগমুহুর্তে অনেকটা সময় বল দখলে রাখলেও বার্সার জাল লক্ষ্য করে কোনো শট নিতে পারেনি তারা। গোল শুন্য শেষ হয় প্রথমার্ধ। বল পজিশনেও দুদল ছিল সমানে সমান।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ১-০ গোলের লিড নেয় বার্সা। দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডেডলক ভাঙ্গেন লেভানদোভস্কি। ৭৫ মিনিটে কাউন্টার অ্যাটাকে দারুণ এক গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান ভিক্টর ওসিমেন। অবশেষে ১-১ সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

/এমএইচ

Exit mobile version