Site icon Jamuna Television

বড় জয়ে আরও উপরে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে লুটন টাউনকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। এতে পয়েন্ট টেবিলে প্রথম স্থান আরও সুসংহত করেছে ‘দ্য রেডস’।

অ্যানফিল্ডে খেলার ১২ মিনিটেই ওগবেনের গোলে এগিয়ে যায় লুটন টাউন। হেড থেকে গোল করে স্বাগতিকদের চমকে দেন তিনি। এরপরই আক্রমণের ধার বাড়ায় লিভারপুল। কিন্তু প্রথমার্ধে গোল শোধ করতে ব্যর্থ হয় ক্লপের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে কর্নার থেকে বাড়িয়ে দেয়া বলে ১-১ সমতা আনেন ভ্যান ডি জং। ২ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন গ্যাকপো। খেলার ৭১ মিনিটে দলের তৃতীয় গোল করেন লুইস ডিয়াজ। ম্যাচ থেকে ছিটকে যায় লুটন। খেলার ৯০ মিনিটে দলের ৪র্থ গোল করে কফিনে শেষ পেরেক ঠোকেন হার্ভে ইলিয়ট।

এই জয়ে, ২৬ ম্যাচে ১৮ জয়ে ৬০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট পেয়ে টেবিলের দুইয়ে ম্যান সিটি। সিটির চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে শিরোপার দৌড়ে আছে আর্সেনালও।

/এএম

Exit mobile version