Site icon Jamuna Television

সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের হামলা, নিহত ২

সিরিয়া ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (২১ ফেব্রুয়ারি) চালানো আগ্রাসনে নিহত হয়েছে অন্তত ২ জন। আহত হয়েছে বেশ কয়েকজন। খবর আল জাজিরার।

দেশটির বিভিন্ন গনমাধ্যমের বরাতে জানা গেছে, বুধবার রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবনে ছোঁড়া হয়েছে বেশকিছু ক্ষেপণাস্ত্র। তাতে, ধসে পড়ে বহুতল ভবনটির একাংশ। ঘটনাস্থলেই প্রাণ হারান দুই বাসিন্দা।

সিরিয়ায় দাবি, হতাহতদের সবাই বেসামরিক। গত বছরের ফেব্রুয়ারিতেও, একই এলাকায় হামলা চালিয়ে ইরানের একাধিক সামরিক বিশেষজ্ঞকে হত্যা করে তেলআবিব।

গাজায় আগ্রাসন শুরুর পর কয়েকবারই সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। প্রাণ হারিয়েছেন ইরানের রেভ্যুলেশনারি গার্ডের (আইআরজিসি) কয়েকজন শীর্ষ সদস্য।

/এমএইচ

Exit mobile version