Site icon Jamuna Television

ডিবি কার্যালয়ে হিরো আলম

বইমেলা থেকে দুয়োধ্বনি শুনে বিতাড়িত হওয়ার ঘটনায় অভিযোগ দিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে লিখিত অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে যান তিনি।

এর আগে, বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে হিরো আলমকে দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বের করে দেন শতাধিক দর্শনার্থী। নিজের লেখা বইয়ের প্রচারণায় বইমেলায় গিয়েছিলেন তিনি।

এ বিষয়ে হিরো আলম বলেন, একজন মানুষকে শুধু বইমেলা থেকে নয়, যেকোনো স্থান থেকে বের করে দেয়ার অধিকার কারও নেই। সেখানে বইমেলায় আমাকে দুয়োধ্বনি দেয়া হয়েছে, যেটা আমার কাছে উত্ত্যক্তের পর্যায়ে মনে হয়েছে। তাই ডিবি কার্যালয়ে এসেছি। বিষয়টির সুরাহা করা উচিত বল জানান তিনি।

উল্লেখ্য, ‘হিরো আলম’ সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করে আলোচিত-সমালোচিত। জাতীয় নির্বাচনে বগুড়া-৪ এ প্রতিদ্বন্দ্বিতা করে ব্যাপক আলোচনায়ও আসেন তিনি। সম্প্রতি, আলোচিত দম্পতি মুশতাক-তিশা ও ডা. সাবরিনাকেও দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বের করে দেয়া হয়েছিল। দুয়োধ্বনি দেয়া হয়েছে আয়মান সাদিককেও।

এমএইচআর/এএম

Exit mobile version