Site icon Jamuna Television

পরিবেশ অধিদফতরের পরিচালক ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু

পরিবেশ অধিদফতরের (ঢাকা অঞ্চল) পরিচালক সৈয়দ নজমুল আহসান (৫৬) ও তার স্ত্রী নাহিদ বিনতে আলম (৪৮) মারা গেছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে স্ত্রী নাহিদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগের দিন, বিকেলে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান সৈয়দ নজমুল আহসান।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান স্বামী-স্ত্রী উভয়েরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল মিরপুর ২ অফিসার্স কমপ্লেক্সের বাসায় স্বামী-স্ত্রী উভয়ই অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন নজমুল আহসানকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময় অসুস্থ হয়ে স্ত্রী নাহিদ বিনতে আলম আজ বিএসএসএমইউতে মারা গেছেন।

ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

সৈয়দ নজমুল আহসান পরিবেশ অধিদফতরের ঢাকা অঞ্চলের পরিচালক ছিলেন। এই দম্পতির দুই কন্যা সন্তান রয়েছে।

এটিএম/

Exit mobile version