Site icon Jamuna Television

সিয়ামের সাথে পর্দায় আসছেন ইধিকা!

আবারও বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। সিনেমার নাম ‘সিকান্দার’, যেখানে তার বিপরীতে অভিনয় করার কথা রয়েছে বাংলাদেশি অভিনেতা সিয়াম আহমেদের। ছবিটি প্রেম ও সংকটের গল্প নিয়ে তৈরি হবে। এমনই তথ্য জানা গেছে দেশীয় বিভিন্ন সংবাদমাধ্যম থেকে।

জানা গেছে, ‘সিকান্দার’ ইধিকা পালের তৃতীয় বাংলাদেশি সিনেমা হবে। এর আগে তার অভিনীত আরও দুটি বাংলাদেশি সিনেমা হলো—’প্রিয়তমা’ ও ‘কবি’।

খবর বেরিয়েছে, তারা দুইজনেই ছবির গল্প শুনেছেন। অভিনয়ের জন্য দুজনেই ইচ্ছুক। বর্তমানে দুজনেই শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সিনেমাটি পরিচালনা করবেন, তানিম রহমান অংশু। তবে ইধিকার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এখন পর্যন্ত তেমন কিছু হয়নি। এদিকে সিয়ামের সাথে যোগাযোগ করা হয়েছে। ক্ষুদে বার্তায় তিনি জানিয়েছেন, এখনও এমন কিছুই হয়নি। যদি এমন হয় তাহলে জানানো হবে।

শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ব্লকবাস্টার ‘প্রিয়তমা’ সিনেমায় প্রথম অভিনয় করে বাংলাদেশে আলোচিত হন ইধিকা। এরপরে শরীফুল রাজের বিপরীতে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘কবি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এটিএম/

Exit mobile version