Site icon Jamuna Television

২০ অক্টোবর সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে জাপা

আগামী ২০ অক্টোবর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে জাতীয় পার্টি। আজ রোববার সকালে সংবাদ সম্বেলনে এ তথ্য জানিয়েছেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

তিনি বলেন, মহাসমাবেশের দিন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গুরুত্বপূর্ন বক্তব্য রাখবেন। এবারের সংগ্রাম হবে ক্ষমতায় যাওয়া ও উন্নয়নের সংগ্রাম। এই সংগ্রামে জিততে হলে পার্টির সব নেতাকর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে, আর দলে দলে যোগ দিতে হবে মহাসমাবেশে। একটি অপশক্তি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিনিয়িত করছে। এই অপশক্তি মোকাবেলায় জাতীয় পার্টির নেতাকর্মীরা রাজপথে থাকার কোন বিক্ল্প নেই।

Exit mobile version