Site icon Jamuna Television

অবসর ভেঙে জার্মানি দলে ফিরছেন টনি ক্রুস

toni kroos

টনি ক্রুস। (ফাইল ছবি)

২০২০ উয়েফা ইউরোর দ্বিতীয় রাউন্ডে জার্মানির বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন টনি ক্রুস। তবে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা চালিয়ে যান তিনি। ২০২৪ ইউরো সামনে রেখে অবসর ভেঙে আবারও দেশের হয়ে মাঠে নামতে চেয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভক্তদের এ কথা জানান তিনি। টনি বলেন, ‘আই অ্যাম অন দ্য মুড’।

ইন্সটাগ্রামে টনি নিজেই তার প্রত্যাবর্তনের খবর জানান। (ছবি: ইন্সটাগ্রাম স্ক্রিনশট)

ক্রুস লেখেন, আমি দেশের হয়ে আগামী মার্চে আবারও মাঠে নামব। আমি নিশ্চিত জার্মানির এই স্কোয়াড ইউরোতে বিশেষ কিছু করতে পারবে এবং এটা আমরা একসঙ্গে বিশ্বাস করতে পারি।

এবারের জার্মানি আয়োজন করবে ইউরো। স্বাগতিক হিসেবে তাই বাছাইপর্ব খেলতে হয়নি তাদের। ৩৪ বছর বয়সী টনি ক্রুস দলে ফিরতে পারেন মার্চ মাসে। মার্চে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। ২৩ ও ২৬ মার্চ তারা মাঠে নামবে ফ্রান্স ও নেদারল্যান্ডস এর বিপক্ষে।

/এমএইচআর

Exit mobile version