Site icon Jamuna Television

স্বাস্থ্য বিভাগে নিয়োগের দাবিতে বিভিন্ন জেলায় অবস্থান ধর্মঘট

স্বাস্থ্য বিভাগে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে নওগাঁসহ বিভিন্ন জেলায় অবস্থান ধর্মঘট পালন করেছে চাকরি প্রার্থীরা।

সকালে নওগাঁর সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় আন্দোলনকারীরা অভিযোগ করেন, ২০১৩ সালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির লোকবল নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এক চাকরি প্রার্থীর রিট আবেদনের কারণে আদালত নিয়োগ বন্ধ করে দেন। পরে উচ্চ আদালত সাধারণ চাকরি প্রার্থীদের নিয়োগের নির্দেশ দিলেও ৬ বছরে তা বাস্তবায়ন হয়নি। বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা। স্বাস্থ্যবিভাগে নিয়োগ সম্পন্ন করার দাবি তাদের। একই দাবিতে সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয় নোয়াখালীতেও।

Exit mobile version