Site icon Jamuna Television

ছেলের সাথে ‘সিক্স প্যাক’ ছবি পোস্ট করে যা বললেন রোনালদো

ছবি দুটি এক্সে পোস্ট করেছেন রোনালদো

নিজের ছেলের সঙ্গে শারীরিক কসরতের ছবি প্রকাশ করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের জিমে বাবা-ছেলের সিক্স প্যাক প্রদর্শনের সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে সিআরসেভেন ক্যাপশনে লিখেছেন, আজ আমার সঙ্গীর সাথে।

৩৯ বছর বয়সেও রোনালদোর ফিটনেস ঈর্ষনীয়। সামাজিক মাধ্যমে প্রায়শই ঝড় তোলে তার শরীর প্রদর্শনের ছবি। এবার নিজের ১৩ বছরের ছেলেকেও ট্রেনিংয়ে সঙ্গী করেছেন সিআর সেভেন। ১৩ বছর বয়সী ক্রিশ্চিয়ানো জুনিয়র খেলছেন বাবার ক্লাব আল নাসরেরই অনুর্ধ্ব-১৩ দলে।

এর আগেও বিভিন্ন ছবিতে ছেলেকে দেখা গেছে বাবার পথ অনুসরণ করতে। তবে সবশেষ প্রকাশিত এই ছবিতে রোনালদোর ছেলের শারিরিক গঠনে উন্নতি নজর কেড়েছে নেটিজেনদের।

শেষ ষোলোর দ্বিতীয় রাউন্ডে ঘরের মাঠে আল ফেইয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচেও গোল পেয়েছেন রোনালদো। তার পরই প্রকাশ করেছেন ছেলের সাথে জিমের ছবি।

/এনকে

Exit mobile version