Site icon Jamuna Television

বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি

সরকার বিচার বিভাগের স্বচ্ছতা, দ্ক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন তিনি। আদালতের বিচারিক প্রক্রিয়াগুলো সহজ করার জন্য প্রযুক্তি সুবিধার উদ্যোগ নেয়া হয়েছে- এমনটা জানান রাষ্ট্রপতি।

দেশের বিচার বিভাগ স্বাধীন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। এ ধারা অব্যাহত রেখে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে, সম্মিলিত প্রয়াস চালিয়ে যেতে হবে।

রাষ্ট্রপতি বলেন, সামগ্রিক উন্নয়ন এবং সমৃদ্ধির অগ্রযাত্রায় বিচার বিভাগকে সামিল হতে হবে। আদালতের হস্তক্ষেপ যেনো সাংবিধানিক নীতি, ক্ষমতার ভারসাম্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে পরিচালিত হয়- সেটি নিশ্চিতেও তিনি আহ্বান জানান।

এটিএম/

Exit mobile version