Site icon Jamuna Television

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ ইহুদিদের

যুদ্ধবিরতির দাবি জানিয়ে বিক্ষোভকারীরা ম্যানহাটনের অফিস বিল্ডিংয়ে সিনেটরদের উদ্দেশ্যে স্লোগান দেয়। পরে তাদের আটক করা হয়। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করেছে বিপুল সংখ্যক ইহুদি। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে দ্য নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার, কট্টর ইসরায়েলপন্থি গ্রুপ ‘আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি’র নিউইয়র্ক অফিসের সামনে হয় এই প্রতিবাদ কর্মসূচি। এসময় গাজায় গণহত্যা বন্ধের দাবি তোলেন বিক্ষোভকারীরা।

এমনকি, ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিতেও দেন স্লোগান। ইহুদিদের সংগঠন ‘জিউস ভয়েজ ফর পিস’ এর উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরেই সংগঠনটি ইসরায়েল সরকারের ফিলিস্তিনি নীতির বিরোধিতা করে আসছে।

\এআই/

Exit mobile version