Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে ৩৫ মণ জাটকা জব্দ

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সদর উপজেলায় মাছের আড়তে তল্লাশি চালিয়ে ৩৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। মৎস্য আড়তে অন্যান্য মাছের আড়ালে লুকিয়ে জাটকাগুলো বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছে অভিযান সংশ্লিষ্টরা।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রিকাবীবাজার এলাকায় বিভিন্ন মাছের দোকানে যৌথভাবে অভিযান পরিচালনা করে এসব জাটকা জব্দ করে সদর উপজেলা মৎস্য অধিদফতর দফতর ও মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি।

সিনিয়ন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুর রহমান অভিযান প্রসঙ্গে জানান, প্রতি বছরের পহেলা নভেম্বর থেকে ত্রিশ জুন পর্যন্ত মোট ৮ মাস ও ১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ ক্রয় বিক্রয় মজুদ এবং ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। অন্যান্য মাছে সাথে লুকিয়ে জাটকা বিক্রি করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল এদিন সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি দেখে জব্দকৃত জাটকাগুলো রেখে পালিয়ে যায় ব্যবসায়ীরা। অভিযানে কোনো ব্যবসায়ীকে আটক করা যায়নি। 

তিনি আরও জানান, পরে জব্দকৃত জাটকাগুলো মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি থেকে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। ইলিশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

এমএইচ/এটিএম

Exit mobile version