Site icon Jamuna Television

আইএস বধূ শামীমার আপিল খারিজ, ফিরতে পারবেন না যুক্তরাজ্যে

শামীমা বেগম। ছবি: ডেইলি মেইল।

আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী (আইএস) বধূ হিসেবে পরিচিত জঙ্গি সদস্য শামীমা বেগমের নাগরিকত্বের আপিল খারিজ করে দিয়েছেন ব্রিটিশ আদালত। ফলে নিজ দেশ ব্রিটেনে ফিরতে পারবেন না তিনি। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানায়।

শুক্রবার যুক্তরাজ্যের আপিল আদালতের রায়ে বলা হয়,  আইনসিদ্ধভাবেই শামীমার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা হয়েছে। এর ফলে শামীমাকে সিরিয়ায় থাকতে হবে। তার যুক্তরাজ্যে ফিরে আসার কোনো সুযোগ নেই।

এর আগে, জঙ্গিগোষ্ঠী আইএস এ যোগ দিতে ২০১৫ সালে সিরিয়ায় যান শামীমা। সেখানে বিয়ে করেন আইএসের এক সদস্যকে। এরপর ২০১৯ সালে তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা হয়। গেল বছরের অক্টোবরে, ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন তিনি। বর্তমানে সিরিয়ার একটি শরণার্থী ক্যাম্পে রয়েছেন শামীমা বেগম।

\এআই/

Exit mobile version