Site icon Jamuna Television

সাবমেরিন অস্ত্র দিয়ে হামলার ঘোষণা হুতিদের

দেয়ালে ইসরায়েলি জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞার ছবি আঁকা। আল জাজিরা।

পানির নিচ দিয়ে চলাচলে সক্ষম সাবমেরিনের সাহায্যে অস্ত্র দিয়ে ইসরায়েল অভিমুখী জাহাজে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার এই হুঁশিয়ারী দেন বিদ্রোহী গোষ্ঠীটির শীর্ষ নেতা আবদুল মালেক। বিবৃতিতে তিনি বলেন, লোহিত সাগর, আরব সাগর, বাব এল-মান্দেব এবং এডেন উপসাগরে চলছে অভিযান। এই অভিযানগুলোকে সফল বলেও আখ্যা দেন তিনি।

মালেক আরও বলেন, পশ্চিমা দেশগুলো থেকে আসা ইসরায়েল অভিমুখী জাহাজে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালানো হয়েছে। এবার সাবমেরিন জাতীয় অস্ত্রও ব্যবহার করা হবে। তবে এ ধরণের অস্ত্র কি ড্রোন সাবমেরিন নাকি টর্পেডো, সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি হুতি নেতা।

\এআই/

Exit mobile version