Site icon Jamuna Television

ফোন নিয়ে পালালো শিয়াল !

একটি সেলফি ভিডিও থেকে নেয়া ছবিটিতে দেখা যাচ্ছে কৌতূহলী শিয়ালটি একটি ফোনের ক্যামেরার দিকে তাকিয়ে আছে। ছবি: হিন্দুস্তান টাইমস।

ফোন নিয়ে পালালো শিয়াল! এমন অদ্ভুত ঘটনা হয়েছে ইংল্যান্ডের ব্যাগশট গ্রামে। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও বেশ সাড়া জাগায় নেটিজেনদের মাঝে। আঘাতপ্রাপ্ত প্রাণীদের চিকিৎসা সেবা দেয়া একটি দাতব্য সংস্থার সাথে হয়েছে এই ঘটনা।

ঘটনার দিন, ওই প্রতিষ্ঠানের এক কর্মী জঙ্গলের মধ্যে যান একটি আহত শেয়ালকে চিকিৎসা দিতে। সেটি রেকর্ড করতে চালু করেন মোবাইল ফোন। এ সময় আরেক শেয়াল এসে পালিয়ে যায় ফোনটি নিয়ে। দীর্ঘসময় খোঁজাখুজির পর মেলে ফোনটির সন্ধান। ক্যামেরা চালু থাকায় রেকর্ড হয় শেয়ালের সব কর্মকাণ্ড।

\এআই/

Exit mobile version