Site icon Jamuna Television

বাগেরহাটে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু

বাগেরহাট করেসপনডেন্ট:

বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়ন পরিষদ সংলগ্ন কামারগাতী বাজারে অগ্নিকাণ্ডের আমিরুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন হাবিব শেখ ও অন্তর নামের আরও ২ জন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আমিরুল ধোপাখালি গ্রামের রেজাউল মুন্সির ছেলে। আহতদের হাবিব শেখ নামের অপর এক কিশোরকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। ওই দোকানে থাকা ডিজেল ও পেট্রোল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে ধোপালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন জানান, বিকেলে মুদি দোকানে আগুন লাগায় তাৎক্ষণিকভাবে আহত ৩ জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে আমিরুলের মৃত্যু হয়।

/এএস

Exit mobile version