Site icon Jamuna Television

কক্সবাজার সৈকতে একদিনে ভেসে এলো ২৪ মৃত কচ্ছপ

কক্সবাজার করেসপনডেন্ট:

কক্সবাজার সমুদ্র সৈকতে একের পর এক ভেসে আসছে মৃত কচ্ছপ। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) একদিনে সৈকতের বিভিন্ন পয়েন্টে ও সোনাদিয়া দ্বীপের সৈকতে মোট ২৪টি মৃত কচ্ছপ পাওয়া গেছে। পচে যাওয়া এসব কচ্ছপ মাটিতে পুঁতে রেখেছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, সকাল ১১টা থেকে সৈকতের হিমছড়ি থেকে টেকনাফ পর্যন্ত ২১টি ও মহেশখালীর সোনাদিয়া দ্বীপেও ৩টি মৃত কচ্ছপ পাওয়া গেছে। এদের মধ্যে ২১টি কচ্ছপই অলিভ রিডলি জাতের এবং এরা নারী কচ্ছপ।

তিনি আরও জানান, মৃত কচ্ছপগুলো মাটিতে পুতে রাখা হয়েছে। প্রতিটি কচ্ছপই জালের সুঁতোয় প্যাচানো এবং আঘাতপ্রাপ্ত। উপকুলে ডিম দিতে আসার সময় জেলেদের ফেলে দেয়া জাল ও রশিতে আঘাতপ্রাপ্ত হয়ে এসব কচ্ছপের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ৮৩টি মৃত কচ্ছপ ভেসে এসেছে। যার মধ্যে মাত্র ৯ দিনে মিলেছে ৪০টির বেশি মৃত কচ্ছপ। এদের মধ্যে ৭ শতাধিক ডিম সংগ্রহ করা গেছে বলেও জানান তিনি।

এমন পরিস্থিতি উদ্বেগজনক বলেও মন্তব্য করেন এই বৈজ্ঞানিক কর্মকর্তা।

/এএস

Exit mobile version