Site icon Jamuna Television

ভর্তি পরীক্ষায় অসদুপায় রুখতে তৎপর ঢাবি প্রশাসন

ভর্তি পরীক্ষায় কেউ যাতে অসৎ উপায় অবলম্বন করতে না পারে সেজন্য তৎপর রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী। এ কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, কেউ যাতে কোনো রকম ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ না করতে পারে, সে ব্যপারে সর্বোচ্চ সতর্ক রয়েছে প্রশাসন। কোনো রকমের গুজব বা অপপ্রচারে কান না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি জানান, যারা অপপ্রচার চালাচ্ছে তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভর্তি পরীক্ষার ফলাফল এক মাসের মধ্যে প্রকাশের কথাও জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি।

এ বছর ব্যবসায় শিক্ষা ইউনিটে এক হাজার ৪০টি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন ৩৭ হাজার ৬৫০ জন শিক্ষার্থী। আসনপ্রতি লড়ছেন ৩৬ জন।

এটিএম/

Exit mobile version