Site icon Jamuna Television

বিলাসবহুল গাড়ি থেকে কে ছড়াচ্ছেন টাকা ?

range rover 2024

রেঞ্জ রোভার গাড়ি থেকে বাইরের দিকে টাকা ছুড়ছিলেন ওই ব্যক্তি। ছবি: নিউজ-১৮।

বলিউড তারকা শাহিদ কাপুর অভিনীত ‘ফারজি’ নাটক মনে আছে অনেকেরই। সিরিজটি ছিল জাল টাকা বানানো নিয়ে। সেই সাথে, নাটকে শাহিদের টাকা ওড়ানোর দৃশ্যও। সেই নাটকের দৃশ্য যেন বাস্তবে রুপ নিয়েছে। বিলাসবহুল গাড়ি থেকে টাকা রাস্তায় ফেলে দেওয়ার বাস্তব ঘটনা ঘটেছে। ভারতের নয়ডার ‘সেক্টর-২০’ থেকে নগদ টাকা বর্ষণ করছেন এক ব্যক্তি। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম ‘নিউজ-১৮’ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়। ফুটেজে দেখা যায়, রেঞ্জ রোভার মডেলের একটি গাড়ির শট-গান সিট থেকে বাইরের দিকে টাকা ছুড়ছিলেন ওই ব্যক্তি। পাশে আরেকটি গাড়ি থেকে ধারণ করা হয় এ দৃশ্যের ভিডিও।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ

অনলাইনে শেয়ারের পর মুহূর্তেই তা ঝড় তোলে ইন্টারনেট দুনিয়ায়। হয়েছে তুমুল সমালোচনাও। এ ঘটনার জেরে আলোচিত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে নয়ডা পুলিশ। করা হয় ২১ হাজার রুপি জরিমানা। তবে, কেবল জরিমানা নয়, আরও গুরুতর শাস্তির দাবি জানিয়েছে নেটিজেনরা। এর আগে, দেশটির মানালিতে একই ধরণের ঘটনায় অপর এক ব্যক্তিকে ৩৫ হাজার রুপি জরিমানা করেছিলো পুলিশ।

\এআই/

Exit mobile version