Site icon Jamuna Television

আবারও ৭৪-৭৫ সালের মতো দুর্ভিক্ষের অবস্থা তৈরি হয়েছে: রিজভী

দেশের জনগণ প্রতিদিন সরকারের মিথ্যা বয়ান শুনতে শুনতে ক্লান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের সর্বত্রই অরাজকতা ও বিশৃঙ্খলা চলছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি বলেন, লুটেরাদের সিন্ডিকেট বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, উল্টো সিন্ডিকেটই সরকারকে নিয়ন্ত্রণ করছে।

রিজভী বলেন, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির দায় অদ্ভুতভাবে বিএনপির ওপর চাপাতে চাইছে সরকারপ্রধান। নিজেদের ব্যর্থতা-লুটপাটের দায় বিএনপির ওপর চাপানোর তৎপরতা আওয়ামী লীগের পুরোনো অভ্যাস বলেও মন্তব্য করেন তিনি। রিজভী আরও বলেন, দেশে আবারও ৭৪-৭৫ সালের মতো দুর্ভিক্ষের অবস্থা তৈরি হয়েছে।

এটিএম/

Exit mobile version