Site icon Jamuna Television

মনিপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোমা বিস্ফোরণ

বোমা বিস্ফোরণের পর ক্যাম্পাসের চিত্র। ছবি: ইন্ডিয়া টুডে।

ভারতের মনিপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোমা বিস্ফোরণের ঘটনায় তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। এখনও ঘটনার কারণ বা দায়ীদের শনাক্ত করতে পারেনি পুলিশ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার, রাজ্যটির ইমফলে ডিএম ইউনিভার্সিটির প্রাঙ্গণে ঘটে হঠাৎ বিস্ফোরণ। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। সেই সাথে, আহত হয় আরও দু’জন। এদের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশের ধারণা, আগে থেকেই পুঁতে রাখা হয়েছিল বোমাটি। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয় হতাহতদের।

বিস্ফোরণের ঘটনায় এখনও দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠি। জাতিগত সহিংসতায় গত বছরের মে মাস থেকেই উত্তাল মনিপুর। মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে চলমান দ্বন্দ্বে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় ২শ’ জন।

\এআই/

Exit mobile version