Site icon Jamuna Television

সোমালিয়ায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১৬

সোমালিয়ার বাইদোয়া শহরের একটি রেঁস্তোরায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ গেছে অন্তত ১৬ জনের। শনিবারের এই হামলায় আরও ২০ জন আহত হয়েছেন।

স্থানীয় হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, হাসপাতালে চিকিৎসাধীনদের শারীরিক পরিস্থিতি শঙ্কামুক্ত নয়।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, হামলাকারীর শরীরে বোমা বাঁধা ছিলো। রেস্তোঁরার ভেতরে ঢুকে সেটি বিস্ফোরণ ঘটায় আততায়ী।

এরইমাঝে, নিজস্ব রেডিও আন্দালুসে হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন আল শাবাব। তাদের দাবি, সাবেক মন্ত্রী এবং নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী মোহাম্মদ আদেন ফারগেতি ছিলো হামলার মূল লক্ষ্য।

Exit mobile version