নোয়াখালী করেসপনডেন্ট:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের একটি পুকুরে ধরা পড়েছে রুপালী ইলিশ। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মাছটিকে দেখতে ভিড় জমায়। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের একটি পুকুরে মাছটি ধরা পড়ে।
পুকুর মালিকের ছেলে আবু নাছের সজিব বলেন, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মাছ ধরতে পুকুরে সেচ মেশিন বসানো হয়। পরবর্তীতে শুক্রবার পানি কমে গেলে পুকুর থেকে মাছ ধরা হয়। এ সময় জালে একটি ইলিশও ধরা পরে। ইলিশটির ওজন প্রায় ৬শ গ্রাম হবে। মাছটির ঘ্রাণ ও রং দেখে এটি ইলিশ মাছ বলে নিশ্চিত হয়েছি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ইলিশ মিলেছে পুকুরে, প্রথমে তা অনেকে বিশ্বাস করছিলেন না। তার ধারনা, মাছটি জোয়ারের পানিতে ঢুকে পড়ে পুকুরে বড় হয়ে থাকতে পারে।
/আরএইচ

