Site icon Jamuna Television

পঞ্চম দিনে ফিলিস্তিন ইস্যুতে আইসিজে’র শুনানি

ফিলিস্তিন ভুখণ্ডে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল। নিজ মাতৃভূমিতে হত্যা, নিপীড়ন-নির্যাতনের শিকার হচ্ছেন নিষ্পাপ ফিলিস্তিনিরা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার, আন্তর্জাতিক বিচার আদালতের পঞ্চম দিনের শুনানিতে এসব কথা বলেন, জর্ডান, ওমান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, নরওয়েসহ কয়েকটি দেশের প্রতিনিধিরা।

ফিলিস্তিনিদের ভূমি দখলের অভিযোগও করা হয় ইসরায়েলের বিরুদ্ধে। গাজায় সহিংসতা বন্ধের দাবি জানিয়েছে পাকিস্তান ও ওমানও। ইসরায়েলের দখলদারিত্ব ইস্যুতে পঞ্চম দিনের শুনানিতে অংশ নেয় কাতার, সিরিয়া, তিউনিসিয়া, সুইজারল্যান্ড, সুদান ও স্লোভেনিয়া।

\এআই/

Exit mobile version