Site icon Jamuna Television

চাটমোহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনা করেসপনডেন্ট:

পাবনার চাটমোহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় অরবিটল লিংক স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে, পায়রা উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলণের মধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনায়েন রাসেল।

পরে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শারীরিক কসরত, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে ডিসপ্লে প্রদর্শন করা হয়। এরপর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা প্রতিযোগিতায় ডিসপ্লে প্রদর্শন করে

অরবিটল লিংক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ এমএ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম, চাটমোহর থানার ওসি সেলিম রেজা, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ফিরোজা পারভীন, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন, ভাঙ্গুড়া উপজেলা যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিল।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

/এনকে

Exit mobile version