Site icon Jamuna Television

বড় শিক্ষাবিদদের সংকীর্ণ মানসিকতার জন্যই বন্ধ ৫ম ও ৮ম শ্রেণীর পরীক্ষা: গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আম উবায়দুল মোকতাদির চৌধুরী

স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

বড় বড় শিক্ষাবিদদের সংকীর্ণ মানসিকতার কারণে ৫ম শ্রেণির সমাপনী ও ৮ম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা বন্ধ করে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ১৯ তম চিনাইর শিশু মেধাবৃত্তি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময়, পাবলিক পরীক্ষা না থাকায় হতাশা প্রকাশ করেন মন্ত্রী। বলেন, সরকার বা বড় শিক্ষাবিদরা কেন এই পরীক্ষা উঠিয়ে দিয়েছে তা তার বোধগম্য নয়।

মন্ত্রী আরও বলেন, গ্রামের মানুষের সাথে প্রতিযোগিতায় বড় প্রতিষ্ঠানগুলো হেরে যাওয়ার একটি মনস্তাত্ত্বিক ভয়ের কারনেই ৫ম ও ৮ম শ্রেণীর পরীক্ষা উঠিয়ে দেয়া হয়েছে। তবে দেশের শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও বিভিন্ন কর্মপরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪৩ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৬ লাখ ৪২ হাজার টাকা মেধাবৃত্তিও প্রদান করা হয় ।

/এমএইচআর

Exit mobile version