Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৮

মুন্সিগঞ্জ করেসপনডেন্ট:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে সিরাজদিখান-টঙ্গিবাড়ী অভ্যন্তরীণ সড়কে কাজীরবাগ চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ৮ যাত্রীর মধ্যে ৩ জনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। খবর পেয়ে উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি টিম। দুর্ঘটনা কবলিত বাসটির ৩০-৩৫ জন যাত্রী ছিলো বলে জানিয়েছে পুলিশ।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার উদ্দ্যেশ্যে যাচ্ছিল বাসটি। রাত ৯টার দিকে সিরাজদিখান উপজেলার কাজীরবাগ চৌরাস্তা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের উদ্ধার তৎপরতা শুরু করে। 

বিষয়টি নিয়ে সহকারি পুলিশি সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত জানান, বাস টেনে তোলার কাজ চলছে। চালক নিয়ন্ত্রণ হারানোর কারনেই এ দুর্ঘটনা ঘটে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version