Site icon Jamuna Television

ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত মেজবাহ উদ্দিন

ক্যাডার কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির নির্বাচনে (২০২৪-২৫ মেয়াদ) টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মেজবাহ উদ্দিন। তিনি পেয়েছেন দুই হাজার ৫৭২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম পেয়েছেন এক হাজার ৬৫৮ ভোট। 

এদিকে, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম খালিদ মাহমুদ (প্রথম), খোন্দকার মোস্তান হোসেন (দ্বিতীয়) এবং অধ্যাপক ড. ফেরদৌসি খান (তৃতীয়)। তবে খালিদ মাহমুদ ২৩৮৮ ভোট, খোন্দকার মোস্তান ২৩৪৯ ভোট, ড. ফেরদৌসি খান ১৯১৩ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, দুই মেয়াদে দায়িত্ব পালনকালে মেজবাহ উদ্দিনের নিজস্ব প্রচেষ্টায় পাল্টে দিয়েছেন অফিসার্স ক্লাবের চালচিত্র। ‘কোভিড-১৯’ এর সময় থেকে শুরু করে ক্লাবের অবকাঠামো উন্নয়নে পালন করেছেন অগ্রণী ভূমিকা।

ক্লাবের ৪ কোটি টাকার দেনা ছাপিয়ে আরও ৭ কোটি টাকার বেশি নিজস্ব তহবিল গড়ে তুলেছেন। ক্লাবের প্রতি মেজবাহ উদ্দিনের এমন দায়বদ্ধতা ও ভালোবাসাই তাকে এতোটুকু টেনে এনেছে।

অন্যান্যদের মধ্যে ২২৯৭ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মুস্তাকীম বিল্লাহ ফারুকী। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন তানিয়া খান (প্রথম), অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু (দ্বিতীয়) ও মো. আখতারুজ্জামান (তৃতীয়)। তানিয়া পেয়েছেন ২৪৬৫ ভোট, ডা. মনিলাল আইচ ২২৯৯ ভোট, আখতারুজ্জামান ২২৫৫ ভোট।

নির্বাচনে পাঁচটি পদের বিপরীতে ৬০ জন প্রার্থী লড়েছেন। তাদের মধ্যে ২২ জন নির্বাচিত হন। প্রসঙ্গত, গঠনতন্ত্র অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিব পদাধিকার বলে অফিসার্স ক্লাবের চেয়ারম্যান। তাই এ পদে নির্বাচন হয় না। বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

\এআই/

Exit mobile version