Site icon Jamuna Television

‘আকবর’ ও ‘সীতা’ নাম পরিবর্তনে আদালতের নির্দেশ

ভারতে ব্যাপক বিতর্কের জেরে অবশেষে ‘আকবর’ আর ‘সীতা’ নামের দু’টি সিংহের নাম বদলের নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ব হিন্দু পরিষদের দায়ের করা জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্ট এ রায় দেয়। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আদালতের রায়ে বলা হয়, ধর্মীয় ভাবাবেগের বিষয়টি জড়িত থাকার কারণে নেয়া হয়েছে এ সিদ্ধান্ত। একদিকে হিন্দুদের দেবী, আরেকদিকে মোঘল সম্রাটের নামে প্রাণীর নামকরণ অনেকের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। তাই সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতেই নেয়া হয়েছে এ পদক্ষেপ।

ভারত সরকারের প্রাণী বিনিময় কর্মসূচির আওতায়, গত ১৩ ফেব্রুয়ারি ত্রিপুরা থেকে শিলিগুড়ি সাফারি পার্কে আনা হয় এই সিংহজুটিকে। পশ্চিমবঙ্গ সরকারের দাবি, ত্রিপুরার জুওলজিক্যাল পার্কেই করা হয়েছিল এগুলোর নামকরণ। তবে স্থান পরিবর্তনের পরই নাম নিয়ে শুরু হয় বিতর্ক।

\এআই/

Exit mobile version