Site icon Jamuna Television

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের গেজেট প্রকাশ

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের গেজেট প্রকাশ করা হয়েছে। ১৪ অক্টোবর এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে পৌরসভা থেকে রুপান্তরিত হলো ময়মনসিংহ সিটি কর্পোরেশনে।

ময়মনসিংহ পৌরসভাসহ সদর উপজেলা বয়রা ও আকুয়া ইউনিয়ন সম্পূর্ণ এবং খাগডহর, ইশ্বরদীয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা, চরনিলক্ষীয়া ইউনিয়নের আংশিক নিয়ে দেশের ১২তম সিটি কর্পোরেশনের সীমানা চূড়ান্ত করেছে সরকার।

গত ২ এপ্রিল তেজগাঁও-এ প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনে রূপান্তরের প্রস্তাব অনুমোদন পায়।

ময়মনসিংহ জেলা প্রশাসক সুভাস চন্দ্র বিশ্বাস জানান, রবিবার গেজেট প্রকাশ করা হয়েছে। এর মধ্য দিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাকি প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ায় নিয়ম অনুযায়ী একজন প্রশাসক নিয়োগ করা হবে বলে জানা গেছে। এদিকে ময়মনসিংহবাসী তাদের দীর্ঘ দিনের দাবি সিটি কর্পোরেশনের গেজেট প্রকাশে উচ্ছাস প্রকাশ করেছে।

Exit mobile version