Site icon Jamuna Television

খৎনা করাতে গিয়ে মৃত্যু: সংশ্লিষ্ট ডাক্তারদের জ্ঞান নিয়ে প্রশ্ন ডিবি হারুনের

খৎনা করাতে গিয়ে শিশু মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ডাক্তারদের চিকিৎসা জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন ডিবি প্রধান হারুন অর রশীদ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ডিবি কার্যালয়ে ইউনাইটেড হাসপাতালে মারা যাওয়া শিশু আয়ানের পরিবার দেখা করতে গেলে তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, খৎনা করাতে গিয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ডিবি ছায়া তদন্ত করছে। অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।

এসময় শিশু আয়ানের বাবা পুলিশের এই উধ্বর্তন কর্মকর্তাকে জানান, মামলা তুলে নেয়ার জন্য প্রতিনিয়ত হুমকি পাচ্ছেন তিনি। হারুন তাদের এ বিষয়ে আশ্বস্ত করেন। বলেন, সর্বোচ্চ গুরুত্বের সাথে এই মামলা দেখছেন তারা।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খৎনা করাতে গিয়ে মারা যায় শিশু আয়ান। এরপর গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় মালিবাগের জেএস ডায়াগনস্টিক ও হাসপাতালে মারা যায় আয়হাম নামে আরও এক শিশু।

/এএস 

Exit mobile version