Site icon Jamuna Television

গাইবান্ধা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক ৩

গাইবান্ধা করেসপনডেন্ট :

গাইবান্ধা আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা দেয়ার ক্ষেত্রে গ্রাহকদের হয়রানি ও দালালদের মাধ্যমে ঘুষ দাবির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় পুলিশ ভেরিফিকেশনের নামে অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করে দুদক কর্মকর্তারা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের ছয় জন সদস্য এ অভিযান পরিচালনা করেন। 

আটকরা হলেন, সোহেল মিয়া, কাঞ্চন ও রুবেল মিয়া। তাদের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার জেলখানা সংলগ্ন এলাকায়।

রংপুর দুদক কার্যালয়ের সহকারি পরিচালক হোসাইন শরীফ জানান, ভুক্তভোগীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করার সময় তিন জনকে টাকাসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে সাত দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version