Site icon Jamuna Television

সার্কাস বা বিনোদনে হাতি ব্যবহারের লাইসেন্স স্থগিত

ফাইল ছবি

সারাদেশে সার্কাস বা বিনোদনের জন্য হাতি ব্যবহার এবং বাণিজ্যিক ব্যবহারে লাইসেন্স প্রদান কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে হাতি ব্যবহারের লাইসেন্স কেন বাতিল করা হবে না সেই মর্মে রুলও জারি করা হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। অভিনেত্রী জয়া আহসানের করা রিটে এই আদেশ দিলেন আদালত।

গত ১৮ ফেব্রুয়ারি নির্যাতন ও বিনোদনের জন্য হাতি ব্যবহার বন্ধে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন জয়া আহসান এবং প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠন পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

রিটে হাতির সার্কাস, হাতির পিঠে ভ্রমণ, বিয়ে বাড়িতে শোভাবর্ধন, বাণিজ্যিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের শোভাযাত্রা, বিজ্ঞাপনের মতো বিভিন্ন বিনোদনের কাজে ব্যবহার করা বন্ধের আদেশ চাওয়া হয়। এছাড়া এসব কাজে ব্যবহারের জন্য হাতিকে বাধ্য করতে নির্যাতনের মাধ্যমে প্রশিক্ষণ দেয়ার কথা উল্লেখ করে এসবও বন্ধেও নির্দেশনা চাওয়া হয়। এই প্রক্রিয়াটি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এবং প্রাণিকল্যাণ আইন-২০১৯ এর পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছিল রিট আবেদনে।

/এনকে

Exit mobile version