Site icon Jamuna Television

পাবনায় পূর্ব বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

পাবনা করেসপনডেন্ট:

পাবনায় পূর্ব বিরোধের জেরে শহরের তালবাগান পাড়ায় আবুল কাশেম নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম তালবাগান পাড়ার আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, গত ৯ ফেব্রুয়ারি রাতে তালবাগান এলাকায় কাশেমের সাথে কথা কাটাকাটি হয় একই এলাকার সামির হোসেন ও তার পিতা লাড্ডু সুলতানের। পরে স্থানীয়রা তা মিমাংসা করে দেন।

রোববার বিকেলে কাশেম তার বাড়ি থেকে বের হয়ে সামির হোসেনের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এসময় সামির ও তারা বাবা লাড্ডু সুলতান বাড়ি থেকে বেড় হয়ে আবুল কাশেমকে এলোপাথারী ছুরিকাঘাত করতে থাকে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা আবুল কাশেমকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ রওশন আলী জানান, দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।

/এএস

Exit mobile version