Site icon Jamuna Television

ইয়েমেনে দুর্ভিক্ষে এক কোটি ৩০ লাখ মানুষ

ইয়েমেনে দুর্ভিক্ষে রয়েছেন এক কোটি ৩০ লাখ মানুষ। রোববার জাতিসংঘের নতুন প্রতিবেদনে এই শঙ্কা প্রকাশ করা হয়।

সংস্থাটির শঙ্কা, এখনই খাদ্যাভাব দুর করা না গেলে, শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট মানবিক বিপর্যয় দেখবে বিশ্ব। এজন্য সৌদি সামরিক জোটকে দেশটির হোদাইদা এলাকায় বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

প্রতিবেদনে বলা হয়, এই মুহূর্তে ইয়েমেনে ৪০ হাজার শিশুর জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন। এর আগেই ‘সেইভ দি চিলড্রেন’ জানিয়েছে- অনাহার ও কলেরার মত মহামারিতে প্রতিদিন গড়ে মারা যাচ্ছে ১৩০ জন শিশু।

বছরশেষে দেশটিতে ৫০ হাজার শিশু এসব সংকটে মৃত্যুবরণ করবে- দেয়া হয়েছে এমন পূর্বাভাসও। গেলো তিন বছর ধরে হুতি বিদ্রোহীদের দমনে ইয়েমেনে চলছে যুদ্ধ পরিস্থিতি। প্রান গেছে অন্তত ১০ হাজার মানুষের।

যমুনা অনলাইন : আরএম

Exit mobile version