Site icon Jamuna Television

দক্ষিণ কোরিয়ায় অব্যাহত চিকিৎসকদের বিক্ষোভ

সিউলের কোরিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন ভবনে মেডিকেল ইন্টার্নদের একটি সভা। ২০ ফেব্রুয়ারির ছবি: এপি

দক্ষিণ কোরিয়ায় চিকিৎসকদের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে বিপাকে রোগীরা। সরকারের মেডিকেল স্কুলে ভর্তি বাড়ানোর পরিকল্পনা বন্ধের দাবিতে চলছে তাদের এই প্রতিবাদ কর্মসূচি। রোববার (২৫ জানুয়ারি) এ খবর জানায় তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি।

এরইমধ্যে কাজে ইস্তফা দিয়েছে প্রায় সাড়ে ৬ হাজার চিকিৎসক। কাজে আসছেন না ১৩ হাজারের বেশি ট্রেইনি চিকিৎসক। বেঁকে বসেছে ইন্টার্ন চিকিৎসকরাও। তাদের দাবি, শিক্ষার্থীর সংখ্যা বাড়ালে খারাপ হয়ে যাবে পড়াশোনার মান। আর পড়াশোনার মান খারাপ হলে অবনতি ঘটবে চিকিৎসা ব্যবস্থার।

অন্যদিকে দেশটির সরকার বলছে, বেতন ও সামাজিক অবস্থানই তাদের চিন্তার মূল কারণ। তবে জনসংখ্যার অনুপাতে চিকিৎসকের সংখ্যা কম এমন দেশের তালিকায় ওপরের দিকেই অবস্থান দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে প্রতি ১ হাজার জনের বিপরীতে চিকিৎসক আছে ৩ জনেরও কম।

/এএম

Exit mobile version