Site icon Jamuna Television

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, আটক ৭৪

মা ইলিশ রক্ষায় সরকারের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরে ইলিশ ধরছে জেলেরা। তাদের প্রতিরোধ করতে মৎস্য বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালালেও থেমে নেই মাছ ধরা। আর তাই নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় শরীয়তপুরে আটক করা হয়েছে ৭৪ জেলেকে।

নড়িয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নৌ পুলিশ। জব্দ করা হয় দেড় টন ইলিশ, ৭টি ইঞ্জিন চালিত নৌকা ও প্রায় ১ লাখ মিটার কারেন্ট জাল।

আটককৃতদের মধ্যে ৩ জন শিশু থাকায় তাদেরকে মুচলেকা রেখা ছেড়ে দেয়া হয়। বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয় বাকিদের। পুড়িয়ে ফেলা হয় জব্দকৃত কারেন্ট জাল।

সোমবার ভোরে এ অভিযানে নেতৃত্ব দেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। আটককৃত ইলিশ এতিমখানায় বিতরণ করে দেন তারা।

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version