Site icon Jamuna Television

তারেক রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে নাটোর ও লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ বিএনপি নেতাদের সাজার প্রতিবাদে নাটোর ও লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।

সকালে নাটোরের দিঘাপতিয়া থেকে বিক্ষোভ মিছিল বের করেন স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পেট্রোল পাম্প এলাকায় গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এসময় বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তারেক রহমানের বিরুদ্ধে এ রায় দেয়া হয়েছে। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

একই প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে লক্ষ্মীপুরেও। শহরের চকবাজার থেকে বের হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তারেক রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদ ও বিএনপি চেয়ার পারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি জানান স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

Exit mobile version