Site icon Jamuna Television

বুরকিনা ফাসোতে গির্জায় বন্দুক হামলায় নিহত ১৫

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি গির্জায় বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।রোববার (২৫ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় ইসকানে এ ঘটনা হয়। খবর আল জাজিরার।

কর্তৃপক্ষ জানায়, নিহতরা সবাই ক্যাথলিক ধারার অনুসারী। প্রার্থনা চলাকালে বন্দুকধারীরা হামলা চলায়। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় ১২ জনের। পরে আহত আরও কমপক্ষে তিনজনের মৃত্যু হয়।

ঘটনার পরই সেখানে অভিযান চালিয়েছে সামরিক বাহিনী। তবে কাউকে আটক করা যায়নি। হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। দীর্ঘদিন ধরেই বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সশস্ত্র সংঘাত চলে আসছে বুরকিনা ফাসোতে। দেশটির অর্ধেক অঞ্চল এসব বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে।

/এনকে

Exit mobile version